বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ বকশীগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২০ আগস্ট (বুধবার) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহা. হাবিবুর রহমানের স্বাক্ষরে ৭ সদস্য বিশিষ্ট বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা কমান্ড এর আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, যুগ্ন আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন, সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুজ্জামান এবং সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান প্রধান, বীর মুক্তিযোদ্ধা মোফিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাশেম উজ্জামান।
আহবায়ক কমিটির অনুমোদন বিষয়ে কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নওশেদ আলী বলেন, অনেকদিন যাবৎ বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড এলোমেলো ছিল অবশেষে আল্লাহর রহমতে জেলা কমিটি আমাদেরকে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। সবার দোয়া ও ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 









