ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

বণিক সমিতির সভাপতির নেতৃত্বে মাধবদীতে স্বর্নের দোকানে ভাংচুর লুটপাট ।

Sokal Pratidin
এপ্রিল ১৫, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 আরিফ

 

নরসিংদী জেলার মাধবদী বাজারে মাধবদী স্বর্ন শিল্পালয়ে তালা ভেঙ্গে দোকানে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে ভুক্তভোগী সুখরঞ্জন বাদী হয়ে বিজ্ঞ মাধবদী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা যায় মাধবদীর ১ নংওয়ার্ডের বাসিন্দা মৃত-সুরেন্দ্র চন্দ্র বণিকের পুত্র সুখরঞ্জন বণিক এর মালিকানাধীন মাধবদী বাজারের কলাপট্টিতে মাধবদী স্বর্ন শিল্পালয় নামে ব্যবসা করিয়া আসছিলো ১৮.৫ শতাংশ ভূমি সহ স্বর্নের দোকান ঘর ৪০,৫০,০০০ টাকা মূল্য নির্ধারণ করিয়া ৩৭,৫০,০০০ টাকা নগদ বুঝিয়া পাইয়া, পাড় কাশিপুরের অমূল্য পালের পূত্র অজিত পালের নিকট গত ১৪/০৭/২২ইং তারিখে সাব কবলা দলিল সম্পাদন করিয়া দেয় এবং সাক্ষীগনের সম্মুখে অজিত পাল মৌখিকভাবে অঙ্গিকার করে যে বাকি ৩,০০০০০ টাকা এক মাসের মধ্যে পরিশোধ করিবে এবং ভূমি সহ দোকান বুঝিয়া নিবে। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করিলে সুখরঞ্জন বণিক তাহাকে(অজিত পাল) বার বার অনুরোধ করলিও তিনি তাতে কোন গুরুত্ব দেয় নাই, বিগত ৩০/১১/২২ইং তারিখে টাকা পরিশোধ না করে জোর পূর্বক দখল করে নিবে বলে হুমকি দেয়, পরবর্তীতে গত ২৮/১২/২২ইং তারিখে অজিত পাল বনিক সমিতির সভাপতি সফি উদ্দিন ও আনোয়ার হোসেন এর সহযোগীতায় আর ১৫/২০ জনকে নিয়ে সুখরঞ্জনের অনুপস্থিতিতে অবৈদ ভাবে দোকানে তালা দেয়, এতে করে মাধবদী স্বর্ন শিল্পালয়ের সুনাম ও আর্থিক ক্ষতি হয়, এ ঘটনার পর বিগত ০৩/০১/২৩ইং তারিখে বণিক সমিতির সভাপতি ও আনোয়ার হোসেনকে লিগ্যাল নোটিশ প্রেরন করিলে তারা নোটিশ প্রাপ্ত হয়ে আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং ২৪/০২/২৩ইং তারিখে আনুঃ দুপুর ১২:১৫ ঘটিকায় বণিক সমিতির সভাপতি সফি উদ্দিন ও আনোয়ার হোসেন এর নেতৃত্বে অজিত পাল, কমল মিয়া,সালেহ চৌধুরী, অপু পালসহ আরও ১০/১৫ জন অজ্ঞাত নামা সন্ত্রাসী প্রকৃিতির লোক নিয়ে মাধবদী বাজারের মাধবদী স্বর্ন শিল্পালয় দোকানের তালা ভেঙ্গে দোকানে থাকা ১৮.ভরি স্বর্ন যাহার বর্তমান বাজার মূল্য ১৭,০০,০০০ টাকা ,১০৩ ভরি রূপা যাহার বর্তমান বাজার মূল্য ১,০৩,০০০ টাকা ও ক্যাশ ৮০০০টাকা লুটকরে নিয়ে যায় এবং দোকানের আনুষাঙ্গিক মালামাল ভাঙ্গচুর করিয়া ৩,০০০০০ টাকার ক্ষতি সাধন করে সুখরঞ্জন বণিক ঢাকা থেকে এসে লোকজনের মুখে শুনে তাদের জিজ্ঞেস করিলে তারা বলে তাহাদের কাছে আইন কানুন কিছুনা পারলে বিচার করিস পরে সুখরঞ্জন বাদী হয়ে বিজ্ঞ মাধবদী আমলী আদালত, নরসিংদীতে ৬জনের নাম উল্লেখ করে এবং ১০/১৫ জন অজ্ঞাত নামা দিয়ে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৩০৪/২৩ তারিখ ২০/০৩/২৩ইং এ বিষয়ে বণিক সমিতির সভাপতি সফি উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।