বকশীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
২০ মে (মঙ্গলবার) বিকাল ১৪:৩০ ঘটিকার সময় থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করতেই তিনি বকশিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, জনগণের আস্তা এবং ভালোবাসা অর্জন করতে অবশ্যই সন্তোষজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার প্রতি তিনি গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজেদের ফিটনেস ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে পুলিশ সুপার বকশীগঞ্জ থানায় পৌঁছালে বকশীগঞ্জ থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব, জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) অফিসার ইনচার্জ জনাব নুরুল মোহাম্মদ বাদলসহ বকশিগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।