বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ৪ বারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পদ বঞ্চিত নেতা কর্মীরা।
৮ মে (বৃহস্পতিবার) সকাল ১১.০০ ঘটিকার সময় পৌর শহরের মধ্য বাজার পুরাতন ইসলামী ব্যাংকে ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বকশীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বলেন গত ৭ মে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সংবাদ সম্মেলন করে যে তথ্য প্রচার করেছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এহেন বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন বিগত ২৫/০৩/২০২৫ তারিখ বিএনপির সিনি. যুগ্ন মহাসচিব এড. রুহুল কবির রিজভীর বরাবরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নয়জনের স্বাক্ষরে আমাকে বিএনপির সদস্যপদ থেকে স্থায়ী/আজীবন বহিস্কারের আবেদন করে কিন্তু গত ৭ মে তারিখের সংবাদ সম্মেলনে জনানো হয় আমাকে ইতিপূর্বেই আজীবন বহিস্কার করা হয়েছে। আমাকে যদি আজীবন বহিস্কার করে থাকে তাহলে এখন কেন বহিস্কারের জন্য আবেদন করে। তিনি বলেন বর্তমানে যে নয়জন স্বাক্ষর করেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুই একজনের নামে মামলা হলেও কেউ জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়নি প্রকাশ্যে নির্বিবাদে তাদের টিকাদারী প্রতিষ্ঠানসহ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব তার বক্তব্য বলেন, আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে একজন ক্লিন ইমেজের নেতার মাধ্যমে দলকে সুসংগঠিত করে কাজ করতে হবে। তাই বর্তমান সুপার ফাইভ কমিটি বিলুপ্তি ঘোষনা করে একটি গনতান্ত্রিক ভাবে কমিটি করে বিএনপি পরিচালনারও দাবি জানান। আব্দুর রউফ তালুকদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জনগনের ভোটে উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি একজন ক্লিন ইমেজের ব্যক্তি তাই আব্দুল রউফ তালুকদারকে নিয়ে বহিষ্কারের যে তথ্য পরিবেশন করেছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার কোন ত্রুটি না থাকায় কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম শহিদুল্লাহ, যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনিস আকন্দ,
পৌর যুবদলের সাবেক সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (জজ), যুবনেতা মনিরুজ্জামান মনু মহিলা দলের নেত্রী মোছাঃ সাবিয়া আক্তারসহ অনেকেই।