জামালপুরের বকশীগঞ্জে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)
২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪.৫৫ ঘটিকার সময়
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে গঠিত জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি চৌকশ অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা কালে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন ধানুয়া কামালপুর ইউনিয়নে দক্ষিণ কামালপুর পাকা ব্রীজের উপর থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মৃত আজিজুল হকের পুত্র আবুল হাসেম@ আবুল(৪০)।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি- ১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।