ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে পৌর শহরে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি

Sokal Pratidin
এপ্রিল ১৪, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মাসুদ উল হাসান

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পৌর কার্যালয়ে সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার,সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহেল রানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,চুরি,ছিনতাইসহ নানা অপরাধ ঠেকাতে টি আর প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পৌর শহরের মালিবাগ,বাসস্ট্যান্ড,মধ্যবাজার,পাটহাটি,গোহাটিসহ শহরের গুরুত্বপূর্ন ২৫ টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে পৌরবাসী। সিসি ক্যামেরা থাকায় কয়েকটি চুরির ঘটনায় চুর সনাক্ত করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি বলেন,অপরাধ প্রবনতা ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপন অবশ্যই ভালো কাজের একটি। পৌর মেয়রসহ সকল কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন,এই উন্নয়ন কার্যক্রম অব্যহত থাকুক। সেই সাথে আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো রাস্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তাহলেই এই উন্নয়নের ধারা চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।