ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

Sokal Pratidin
মে ২২, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার সমন্বয়টারীতে ২২ মে বিকাল সাড়ে ৪ টায় কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ কার্যক্রমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী কুড়িগ্রামের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি উন্নয়ন ব্যাংকের স্যানেজার জগলুল কবীর, ইউআরডিও উম্মে কুলসুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপসহকারী কৃষি অফিসার রিয়াজুল ইসলাম, সুবিধাভোগী কৃষক আব্দুল লতিফ প্রমূখ। উপজেলা কৃষি অফিসার জানান, এ এলাকার ৫০ একর জমিতে সমলয়ে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদ কার্যক্রম হাতে নেয়া হয়। এ পদ্ধতির সুফল কৃষকরা এখন বুঝতে পারছেন। আপনারা পরবর্তী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষি দপ্তর আপনাদের সার্বিক সহযোগিতা করবে। উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, আপনাদের আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদের সুবিধা অবগত করালাম। আপনারা কৃষি প্রযুক্তির সহযযোগিতা নিতে চাইলে আমরা আপনাদের যন্ত্রের ব্যবস্থা করে দেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।