ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উৎযাপন
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি : ০২/০৩/২৩ ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত কুড়িগ্রামের ফুলবাড়ীতে “জাতীয় ভোটার দিবস ২০২৩” উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে ২-মার্চ ( বৃহস্পতিবার ) সকাল ১১:০০টায় র্যালি শেষে উপজেলা নির্বাচন অফিস কাযার্লয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মমিনুল আলম, উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আসিফ ইকবাল রাজিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবীর,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু , ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, সাংবাদিক হেলাল উদ্দিন সহ সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নতুন ভোটার অন্তর্ভুক্ত করেন, ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।