ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মোঃ মিজানুর রহমান আকন্দ (ময়মনসিংহ উত্তর) ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজার এলাকায় (২৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। এসময় একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং একটি ট্রাককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীন ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে এম সাজ্জাদুল হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।