চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০৩ মে ২০২৫) বিকাল ৩টা ৫৫ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে জাকির (২৫) ও শাকিল (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর জেলায় চলমান মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্ব শেষ:
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
-
মমিনুল ইসলাম
- প্রকাশের সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- ১২৩ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সর্বাধিক পঠিত