এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর আজ (২০ মার্চ) বিকাল ৪.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত শেরপুর জেলার আন্তঃ বাস মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি, যাত্রী সাধারণের নিরাপত্তা, যাত্রী হয়রানি রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়। তিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দূরদূরান্ত থেকে নিজ বাড়িতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আসবেন অনেকে। তাই তাদের সকল প্রকার নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব। যাত্রীরা যাতে পরিবহনে কোনো রকম হয়রানির শিকার না হয় সেজন্য সকল বাস মালিকদের কে তাদের শ্রমিকদের এই বিষয় সচেতন করতে বলেন। পুলিশ সুপার মহোদয় আরো বলেন, ঈদ কে সামনে রেখে ভাড়া নিয়ে অনেক রকম সিন্ডিকেট তৈরি হয়। কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায় না করার ব্যাপারে তিনি বাস মালিক নেতৃবৃন্দদের হুশিয়ার করেন। পরিবহন ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানি বিষয়ে যেকোনো অভিযোগ থাকলে জেলা পুলিশের হটলাইন – 01320106214 01320106215 অভিযোগ জানানোর জন্য আহবান জানান।