ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাসুদ রানা
মার্চ ৭, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার( ৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুজ্জামান সরকার এমপি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এই সময় উপস্থিত ছিলেন মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কবি ও লেখক আহম্মদ হোসেন বাবু, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝর্ণা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সূধীজন প্রমূখ।এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মুনাজাত করা হয়েছে।ক্যাপশনঃ পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ উদযাপন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।