ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Sokal Pratidin
মার্চ ৩০, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে অতিরিক্ত মুল্যে দ্রব্য বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে আটত্রিশ হাজার টাকা জরিমানা করেছে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (৩০ মার্চ ) দুপুরে সোনাইমুড়ী পৌর বাজারে নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে এবং ফুটপাত দখল করে বাজারে যানজট সৃষ্টির কারণে ছয় প্রতিষ্ঠানকে আটত্রিশ হাজার টাকা জরিমানা করেন। এসময় জাবেদ হোসেনের মুদি দোকানকে ১৫শ টাকা, মারুফ হোসেন মুদি দোকানে ১৫শ, মেসার্স ফাহিম ট্রেডার্স মুদি দোকানে ২০ হাজার, অন্নপূর্ণা ভান্ডার মুদি দোকান ১০ হাজার, রিয়াজের মাছ দোকানে ২ হাজার, জামালের মাছ দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেন । উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো: ইসমাইল হোসেন জানান,পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। নির্ধারিত মুল্যে তোয়াক্কা না করে ইচ্ছে মতো পণ্য বিক্রি ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার ফলে জনসাধারণ ভোগান্তির কবলে পড়ে। একারণে তাদের এ জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।