মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর কাজী বাড়ীর “কাজী ফিরোজ” কে একদল সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটের সময় মুক্তারবাড়ী জামে মসজিদে এশার নামাজ জামাতের সহিত পড়ে বের হলে, মসজিদের সামনে উৎপেতে থাকা ৭/৮ জনের একদল সন্ত্রাসী “কাজী ফিরোজ’কে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে, সন্ত্রাসীদের এলোপাতাড়ি পিটিয়ে তার ডান চোখে মারাত্মক ভাবে জখম হয়। আশপাশের লোকজন কিছু বুজে উঠার আগেই দ্রুত সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার আত্মচিৎকার শুনে তাৎক্ষনিক মুক্তারবাড়ী’র মহিলা ও পুরুষ এসে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কাজী ফিরোজ বলেন, এবিষয়ে সেনবাগ থানায় অভিযোগ দায়ের করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।