মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন নোয়াখালী জেলা কর্তৃক উচ্চতর প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ( ১৮ মার্চ ) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাটের সাগরিকা উন্নয়ন সংস্থার ৩য় তলার অডিটোরিয়ামে সকাল ১০টায নোয়াখালী বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকগণের উপস্থিতিতে উচ্চতর প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডা: আজিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশনের সুবর্ণচর উপজেলার শাখার সভাপতি ডা: পংকজ ভূষন মজুমদার (রাজু)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা: মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী এম এ রহমান মেডিকেল কলেজে ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: প্রতিভা রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নোয়াখালী এমএ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা: তৌহিদ হাসান প্রসূন, নোয়াখালী এমএ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: এমএ হান্নান, ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি ও জেডইডিআই টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি ও চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মোঃ ইয়াছিন, ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি ডা: দীপক চন্দ্র রায়, ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার সহ- সভাপতি ডা: স্বপন মজুমদার, ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা : হাফিজ উল্লাহ, নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি ডা: মোঃ সালাহউদ্দিন, নোয়াখালী সদর উপজেলা শাখার সহ-সভাপতি ডা: মোঃ আমানত উল্যাহ, নোয়াখালী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মোঃ আল আমিন সরকার সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ডাক্তার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।