মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী : নোয়াখালীর সুধারাম থানা পুলিশ ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করে। মঙ্গলবার (০৪ এপ্রিল ) নোয়াখালীর সুধারাম থানাধীন ১০ নং অশ্বদিয়া ইউপিস্থ নিরঞ্জনপুর সাকিনের কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা হইতে আসিয়া ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হইতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে রাত আনুমানিক ০০.১৫ মিনিটের সময় এসআই (নিরস্ত্র) শান্তনু দেবনাথ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপস্থিত হলে পুলিশের উপস্থিতি দেখে ১০/১২ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করিলে ৩ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। মোঃ বেলাল হোসেন রতন(২৩), ২। মোঃ কাজী নুরুল হুদা(২৬), ৩। মোঃ আলম প্রঃ আমির (২৮)। উক্ত ডাকাতদের মধ্যে ২ জনের বাড়ি সেনবাগ থানায় ও একজনের বাড়ি সুধারাম থানায়। গ্রেফতারকৃত ডাকাতদের সঙ্গে থাকা তিনটি চা পাতি, দুইটি স্টীলের পাইপ জব্দ করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, আসামীদের বিরুদ্ধে সুধারাম মডেল থানার মামলা রজু করা হয়েছে এবং তদন্তভার এসআই (নিরস্ত্র) সুধন চন্দ্র দাস এর উপর অর্পণ করা হয়েছে।