মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ২২-২৩ অর্থ বছরে মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (০২ এপ্রিল ) দুপুরে বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশিক জামিল মাহমুদ এর সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি অফিসার আশিক এলাহীর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্যালেন চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ইসতিয়াক আলম সোহান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় উপজেলা প্রান্তিক কৃষক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।