মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়।
২৫ মার্চ (শনিবার) উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন ভিপি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন, আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।
এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাটখিল উপজেলা প্রশাসন ও চাটখিল উপজেলা পরিষদ।