মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
শুক্রবার (১৭ মার্চ ) দিবসটি উপলক্ষে সকাল ৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার(এসপি) মো: শহীদুল ইসলাম, পিপিএম (বার), নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার।
নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজিমুল হায়দার সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলার সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।উক্ত আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ।