ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

নিবাস পেলেন অসচ্ছল মুক্তিযুদ্ধোরা

Sokal Pratidin
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ রেজাউল করিম।

বুধবার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল সারে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন জানান গোমস্তাপুর উপজেলায় সমন্বিত ৩৫১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্প এর অধীন বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য তালিকা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস দেওয়া হয়। এবং বাকি ৬০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আগামী ডিসেম্বরের মধ্যে বীর নিবাস দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে ।বুধবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক এ প্রকল্পের শুভ উদ্ভোদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।