ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালন

জহিরুল ইসলাম
মার্চ ৭, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকালে নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, উপজেলা সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ।পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া, সংবাদকর্মী আবু কাউসার প্রমুখ।
বক্তারা একাত্তরের ৭ই মার্চে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও পটভূমি নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত বক্তৃতা দেওয়ায় স্কাউট সদস্য জোবায়ের হোসেনকে পুরষ্কার দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।