ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

আগামী রবিবার  থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম।

ওই দিন পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে উপস্থিত হয়ে  আবেদনপত্র জমা ছবি ও বায়োমেট্রিক দিতে পারবেন বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপরিচালক মোঃ জামাল হোসেন। তিনি আরও বলেন  বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে পাসপোর্ট আবেদনকারীরা  ৩০ এপ্রিল  দিবাগত  রাত ১২ টা ১ মিনিট থেকে আবেদনকারীরা online Regestation  portal ( ORP) আবেদন শুরু হয়েছে৷ এর মাধ্যমে  আবেদন করতে পারবেন ও ৪ মে স্ব শরীরে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে  আবেদনপত্র জমা  এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট সংক্রান্ত অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন।

বৈষাম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত বছরের  ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯ টার দিকে  আগুন  দিয়ে পুড়িয়ে দেওয়া হয়  নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন। দৃর্বৃত্তদের দেওয়া আগুনে  পুড়ে যায় বিতরনের অপেক্ষায় থাকা ৮ হাজার পাসপোর্ট। পুরো পাসপোর্ট অফিস ভবনটি ধ্বংসস্তুপে পরিনত হয়। আগুন জ্বলতে থাকে ১৯ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত। আগুন দেওয়ার আগে পাসপোর্ট অফিসটিতে লুটপাট চালানো হয়েছিল বলে জানিয়ে ছিলেন ওই সময়ে পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহমুদুল হাসান। দুদিন ধরে জ্বলিেছল আগুন। ভবনের নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বায়ো এনরোলমেন্ট যন্ত্রপাতি, প্রশাসন শাখা, অফিস সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি, ফাইলপত্র, এবং চতুর্থ তলার রেকর্ডরুম এবং অতিথিশালার সবকিছুই ভস্মীভূত হয়ে যায় আগুণে। একটি বিধ্বস্ত ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলনা এ ভবনে।  কয়েক  টাকার  সরকারী সম্পদ  নষ্ট হয় আগুণে।  পাসপোর্ট অফিসটি পুড়িয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিল নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ, রুপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল­া ও সদর উপজেলাবাসী। মুন্সীগঞ্জ ও নরসিংদীতে গিয়ে পাসপোর্ট করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবা গ্রহীতাদের। এতে তারা অতিরিক্ত অর্থ ও সময় অপচয়সহ নানা সমস্যায় পড়ছেন।  পুড়িয়ে দেওয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসটি সংস্কার কাজ  শুরু করে ৬ মাস পর গণপূর্ত বিভাগ। পাসপোর্ট অফিস সংস্কার কাজ সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানান, পাসপোর্ট অফিস ভবনের স্ট্রাকচার ঠিক ছিল। তবে ভবনের পলেস্তার, টাইলস, গ্রিল, যন্ত্রপাতি, সার্ভার, দরজাসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে  নষ্ট হয়ে গেছে।  তিনি আরও বলেন জানুয়ারী মাসে প্রথমার্ধে  সংস্কার কাজ শুরু করি এবং এপ্রিল মাসে ২০ তারিখ সংস্কার কাজ  শেষ হয়।  ওই কর্মকর্তা বলেন ষ্ট্রাকচার সংস্কার করতে খরচ হয়েছে ৮২ লাখ টাকা । মেশিনারীজ বাবদ কত টাকা খরচ হয়েছে এ বিষয়ে জানতে চাইলে জেলা গণপূর্ত বিভাগের  ইলেকট্রিক সাইটের উপবিভাগী প্রকৌশলী  নুরুল আমিন বলেন কাগজপত্র না দেখে তা বলতে পারছিনা। গতকাল দুপুরে পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা যায় সংস্কার  শেষে   ভবনটি  নতুনরুপে সাজানো হয়েছে। নিরাপত্তারক্ষীরা গেটে দাঁড়িয়ে ভবনের নিরাপত্তায় কাজ করছেন।  পাসপোর্ট অফিসের আশপাশে  দোকান গুলোও নতুন করে রং করছে এবং তারা ধোয়া মোছার কাজ করছেন আবার কেউ কেউ বসাচ্ছেন কম্পিউটার,প্রিন্টারও   ফটোকপির মেশিন। হুমায়ুন কবির নামে এক দোকানী বলেন আমরা প্রায় ১০ মাস পর আবারও এখানে দোকান চালু করছি।  স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল ইসলাম বলেন আবারও পাসপোর্ট অফিসটি চালু হওয়ার সংবাদে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ

দীর্ঘ ১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

প্রকাশের সময় : ১০:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আগামী রবিবার  থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম।

ওই দিন পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে উপস্থিত হয়ে  আবেদনপত্র জমা ছবি ও বায়োমেট্রিক দিতে পারবেন বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপরিচালক মোঃ জামাল হোসেন। তিনি আরও বলেন  বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে পাসপোর্ট আবেদনকারীরা  ৩০ এপ্রিল  দিবাগত  রাত ১২ টা ১ মিনিট থেকে আবেদনকারীরা online Regestation  portal ( ORP) আবেদন শুরু হয়েছে৷ এর মাধ্যমে  আবেদন করতে পারবেন ও ৪ মে স্ব শরীরে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে  আবেদনপত্র জমা  এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট সংক্রান্ত অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন।

বৈষাম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত বছরের  ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯ টার দিকে  আগুন  দিয়ে পুড়িয়ে দেওয়া হয়  নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন। দৃর্বৃত্তদের দেওয়া আগুনে  পুড়ে যায় বিতরনের অপেক্ষায় থাকা ৮ হাজার পাসপোর্ট। পুরো পাসপোর্ট অফিস ভবনটি ধ্বংসস্তুপে পরিনত হয়। আগুন জ্বলতে থাকে ১৯ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত। আগুন দেওয়ার আগে পাসপোর্ট অফিসটিতে লুটপাট চালানো হয়েছিল বলে জানিয়ে ছিলেন ওই সময়ে পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহমুদুল হাসান। দুদিন ধরে জ্বলিেছল আগুন। ভবনের নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বায়ো এনরোলমেন্ট যন্ত্রপাতি, প্রশাসন শাখা, অফিস সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি, ফাইলপত্র, এবং চতুর্থ তলার রেকর্ডরুম এবং অতিথিশালার সবকিছুই ভস্মীভূত হয়ে যায় আগুণে। একটি বিধ্বস্ত ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলনা এ ভবনে।  কয়েক  টাকার  সরকারী সম্পদ  নষ্ট হয় আগুণে।  পাসপোর্ট অফিসটি পুড়িয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিল নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ, রুপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল­া ও সদর উপজেলাবাসী। মুন্সীগঞ্জ ও নরসিংদীতে গিয়ে পাসপোর্ট করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবা গ্রহীতাদের। এতে তারা অতিরিক্ত অর্থ ও সময় অপচয়সহ নানা সমস্যায় পড়ছেন।  পুড়িয়ে দেওয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসটি সংস্কার কাজ  শুরু করে ৬ মাস পর গণপূর্ত বিভাগ। পাসপোর্ট অফিস সংস্কার কাজ সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানান, পাসপোর্ট অফিস ভবনের স্ট্রাকচার ঠিক ছিল। তবে ভবনের পলেস্তার, টাইলস, গ্রিল, যন্ত্রপাতি, সার্ভার, দরজাসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে  নষ্ট হয়ে গেছে।  তিনি আরও বলেন জানুয়ারী মাসে প্রথমার্ধে  সংস্কার কাজ শুরু করি এবং এপ্রিল মাসে ২০ তারিখ সংস্কার কাজ  শেষ হয়।  ওই কর্মকর্তা বলেন ষ্ট্রাকচার সংস্কার করতে খরচ হয়েছে ৮২ লাখ টাকা । মেশিনারীজ বাবদ কত টাকা খরচ হয়েছে এ বিষয়ে জানতে চাইলে জেলা গণপূর্ত বিভাগের  ইলেকট্রিক সাইটের উপবিভাগী প্রকৌশলী  নুরুল আমিন বলেন কাগজপত্র না দেখে তা বলতে পারছিনা। গতকাল দুপুরে পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা যায় সংস্কার  শেষে   ভবনটি  নতুনরুপে সাজানো হয়েছে। নিরাপত্তারক্ষীরা গেটে দাঁড়িয়ে ভবনের নিরাপত্তায় কাজ করছেন।  পাসপোর্ট অফিসের আশপাশে  দোকান গুলোও নতুন করে রং করছে এবং তারা ধোয়া মোছার কাজ করছেন আবার কেউ কেউ বসাচ্ছেন কম্পিউটার,প্রিন্টারও   ফটোকপির মেশিন। হুমায়ুন কবির নামে এক দোকানী বলেন আমরা প্রায় ১০ মাস পর আবারও এখানে দোকান চালু করছি।  স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল ইসলাম বলেন আবারও পাসপোর্ট অফিসটি চালু হওয়ার সংবাদে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি।