মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
” আজকের শিশু আগামীকালের ভবিষ্যৎ – একজন নারী একজন আদর্শ মা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ই মার্চ ২০২৩ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
৮ মার্চ ২০২৩ বুধবার সকাল ১১টায় দিনাজপুর হেমায়েত আলী হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন- দিনাজপুর জেলা শাখার সভাপতি মোছা. রোজিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু করা হয়।
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন- দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেনাজ পারভীন এর প্রাণবন্ত সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবি জলিল আহমেদ, দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, কথা-সাহিত্যিক লায়লা চৌধুরী, গল্পকার মাহবুব আলি, কবি ইয়াসমিন আরা রানু, কবি ফাতেমা বেগম, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা), সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব ওয়াসিম আহমেদ শান্ত ও মোস্তফা হীরা প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজাহান আলী মিলন এবং সম্মানিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি মমিনুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।