মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরনকে হত্যার হুমকি প্রদান করায় থানায় জিডি হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে ওই যুবলীগ নেতা বাদী হয়ে তিতাস থানা জিডি করেন। জিডির অভিযোগকারী নাজমুল হাসান কিরন জানান, উপজেলার কালাইগোবিন্দপুর চকেরবাড়ির মৃত নবী হোসের ছেলে রুবেল সাইফুল তার ব্যক্তিগত ফেইসবুক আইডি দিয়ে এবং মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালিসহ আমার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে হত্যার হুমকি দেয়। এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস জানান বাদীর আবেদনের প্রেক্ষিতে জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।