মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান। টিবি কন্ট্রোল প্রোগ্রামের উপজেলা ম্যানেজার পলাশ চন্দ্র সরকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, হাসেমুর রহমান নাজনিন আক্তার ও ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কী ও তার তার প্রকারভেদ, কীভাবে তা ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ, আইপিটি চিকিৎসা, টিপিটি ও এমডিআর টিবি নিয়ে আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।