ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি পেলেন ৮৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবার

Sokal Pratidin
মার্চ ২২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় ৮৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি-পাঁকা ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে সারা দেশের ৭টি জেলার ১৫১টি উপজেলায় ভুমিহীন ও গৃহহীন মুক্ত এবং একযোগে ৩৯,৩৬৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিতাস উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ চারটি ইউনিয়নের ৮৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের নাজির মিজানুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিক উর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, তিতাস থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লা, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ, প্রানিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন ছামি, সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, সাবরেজিস্টার মোহাম্মদ মোমেন মিয়া, সমবায় অফিসার বিল্লাল, শিক্ষা অফিসার লায়লা পারভিন ভানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, নির্বাচন অফিসার মোমিনুর জাহান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অত্র উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ঘর পেয়ে সুবিধাভোগী ব্যাক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তার সাথে সাথে তারা উক্ত ঘর পাবার ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও জনপ্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।