মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার ৪নং কড়িকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৮২৫ জন অসহায় দুঃস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, ইউপি সচিব আলমাসুর রহমান, ট্যাগ অফিসার, ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে আমার ইউনিয়নে ৮২৫ জন অসহায় গরীব দু:খী মানুষের প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।