নিজস্ব সংবাদদাতা। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সোনারগাঁও উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম।গ্রেফতারকৃতরা হলো সোহাগ (২০)সুজন (২১)ও জনি (২৩)।সময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ১৫৯০ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)টিআই মো. ইব্রাহিম জানান,চাঁদাবাজিকালে হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।