ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় মাসুদ রানা ট্রাক চাপায় নিহত আহত-১

Sokal Pratidin
মার্চ ৩, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তৌহিদুজ্জামান টিটু।

খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।সাথে থাকা অপার যাত্রী রকিবুল ইসলাম গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খুলনা ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের মোঃ আইয়ুব আলী মোড়লের ছেলে মোঃ মাসুদ রানা একই গ্রামের আলী হাসানের ছেলে রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় যশোরে মোটরসাইকেলের মালামাল কিনতে যান।মালামাল কিনে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে আসলে চুকনগর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়।গুরুতর আহত অবস্থায় রাকিবুল ইসলামকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।বর্তমানে তার অবস্থা আশংকাজনক।চাপা দাওয়া ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।আজ ১মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় নিহত ব্যক্তির জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।বিষয়টি ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।