ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীবাড়ী‌তে শেষ সময়ে সরিষা তোলায় ব্যস্ত কৃষকেরা

Sokal Pratidin
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

। মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ টঙ্গীবাড়ী উপজেলায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ সময়ে সরিষা ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা । এ বছর টঙ্গীবাড়ী উপজেলার প্রত্যেক গ্রামেই ছিলো সরিষার হলুদে ফুলের সমারোহ। এসব ফুলে মৌমাছিরা মধু সংগ্রহেও ব্যস্ত ছিলো । কয়েকদিনের ব্যবধানেই এসব ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষা। সে দানায় আশায় বুক বেঁধেছে চাষীরা। এখন জমি থেকে সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তাদের প্রত্যাশা সরিষা বিক্রিতে ন্যায্যমূল্য পেলে লাভবান হতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। সরেজমিনে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ও দী‌ঘিড়পাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, কৃষক কৃষাণীরা সরিষার তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা। সময়মতো বীজ বপন, সার-কীটনাশক দেওয়া ও আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন ফলন পাওয়ার সম্ভাবনা করছেন তাঁরা। আটকান গ্রামের কৃষক হাসান আলী, জালাল শেখ ও রিয়াদ ইসলাম আমা‌দের কে জানান, গতবারের চেয়ে এ বছর সরিষার ফলন বেশী হয়েছে। শেষ সময়ে কৃষক-কৃষাণী নিয়ে সরিষা তোলার কাজে ব্যাস্ত সময় পার করছি। বর্তমানে তেল এবং খৈলের দ্বিগুন দাম বৃদ্ধি পাওয়ায় আশা করছি এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে। তবে দাম ভালো পেলে আগামীতে সরিষার আবাদ আরো বাড়াবো। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজয়নুল আবদেীন বলেন, এ বছর টঙ্গীবাড়ী উপজেলায় ৪শ’ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদের করা হয়েছে।‌তি‌নি আ‌রো ব‌লেন হাসাইল বানারী ইউ‌নিয়‌নের সন্পূর্ন নতুন ১০০শ হেক্টর বে‌শি জম‌ি তে স‌রিষার চাষ হয়ে‌ছে ।আমরা সরকারী ভা‌বে ১০০০জন কৃষক‌দের মা‌ঝে স‌রিষার বীজ বিনা মূল‌্যে বিতরন ক‌রে‌ছি ।তাছাড়া টঙ্গীবাড়ী কৃ‌ষি কর্মকর্তা‌দের নিজ উদ্দ‌ে‌্যগে ২৫০ কৃষক‌দের মা‌ঝে বিনা মুল‌্যে স‌রিষার বীজ বিতরন করা হ‌য়ে‌ছে । সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের সার্বিকভাবে সকল ধরণের সহযোগীতা দেওয়া হচ্ছে। কৃষি খাত কে এগিয়ে নেওয়ার লক্ষে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।