ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় অসহায় কৃষকের পাশে স্বেচ্ছাসেবকলীগ

Sokal Pratidin
এপ্রিল ৩০, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ আজাদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তাকে প্রতিহত করতে অসহায় কৃষকের পাশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র নেতৃত্বে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা মাঠে ধান কাটেছেন। বরিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের কৃষক শেখ নাসিমের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছেন। ধান কাটার বিষয়ে কৃষক নাসিম বলেন, কয়েকদিন ধরে ধানগুলা কাটার জন্য মানুষ খুঁজছিলাম। শ্রমিক সংকটের কারণে শ্রমিকেরা এখন মজুরি ৫০০-৮০০টাকা হারে দাবি করছে। এত টাকা কীভাবে দিবো সেই চিন্তায় ছিলাম। আজ স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র নেতৃত্বে আমার দুশ্চিন্ত দূর হল। আমি তাদের প্রতি খুব খুশি। আল্লাহ তাদেরকে সুস্থ্য রাখুক আমি এই দোয়া করছি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পাকা ধান নিয়ে বিপদে থাকা কৃষকের পাশে আছে এবং থাকবে ঝিকরগাছা স্বেচ্ছাসেবকলীগ। আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের আহ্বানে আমরা সাড়া দিয়ে এ কর্মসূচি পালন করছি। পালাক্রমে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের থাকা অসহায় কৃষকদেরকে খুঁজে বের করে তাদের অনুমতিক্রমে আমাদের ধান কাটা কর্মসূচি অবহত থাকবে। এসময় এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, শেখ ইমরান হোসেন, সদস্য এইচ এম ওমর শরীফ সাকী, পৌর শাখার আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আজম মো: ড্যানি, গদখালী ইউনিয়নের সভাপতি মুন্সী আবুল হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মিনার জীম, প্রচার সম্পাদক ফারুক হোসেন সাদ্দাম, শিমুলিয়ার সাধারণ সম্পাদক মনিরুল হক সোহান, পানিসারার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য নজরুল ইসলাম, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল, নাভারণের সভাপতি ফারুক শিকদার রবি, সহ-সভাপতি সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, নির্বাসখোলার সাধারণ সম্পাদক শওকত আলী, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ শাহীন, ছাত্রলীগ নেতা মেরাজ হোসেন মিঠু সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।