সুজন চক্রবর্তী,আসাম (ভারত) প্রতিনিধি।প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের আসামরাজ্যের ডিমা হাসাও জেলার উমরাংশু।শনিবার দুপুরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ভেঙে তছনছ করে দেয় উমরাংশু এলাকার বহু বাড়িঘর।এক নাগাড়ে ঝড় ও শিলাবৃষ্টিতে গ্রামবাসীদের ঢেউ টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।শিলের তান্ডবে বহু বাড়িঘরের টিনের চাল নষ্ট হয়ে যায়।এদিকে ঝড় ও শিলাবৃষ্টির ফলে বহু গ্রামের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েছে।প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে দূর্যোগ প্রশমন বিভাগের আধিকারিক কর্মীরা উমরাংশু এলাকায় উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সাহায্য প্রদানের নির্দেশ দিয়েছেন জেলাশাসক তথা জেলা দূর্যোগ প্রশমন বিভাগের অধ্যক্ষ সীমান্ত কুমার দাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।