জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সম্প্রতি সরাইল উপজেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদন করেছে। ৩ মে ২০২৫ তারিখে জেলা আহ্বায়ক সফিকুল ইসলাম ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম চৌধুরী মানিকের যৌথ স্বাক্ষরে এ অনুমোদনপত্র জারি হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. জাকির। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হেমায়েত উল্লাহ হিমু। সহ-সভাপতি পদে রয়েছেন মো. জাকির হোসেন মোতাঈদ, মো. সুজন মিয়া, মো. আবুল হোসেন, মো. তকদির ও মো. সাগর বক্স।
সাধারণ সম্পাদক হয়েছেন মো. জুনায়েদ খন্দকার। তাকে সহায়তা করবেন তিনজন সহ-সাধারণ সম্পাদক—মো. জয়ন উদ্দীন, মো. ইমরান আহাম্মেদ ও মো. রুবেল। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. শাহলাল; সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া, মো. রুবেল আহাম্মেদ, মো. বাবুল মিয়া, মো. সোহেল মিয়া, মোলায়েম খাঁ ও মো. আলা আমিন রোমেল।
প্রচার সম্পাদক হয়েছেন মো. সোহেল মিয়া; সহ-প্রচার সম্পাদক নজরুল বক্স। দপ্তর সম্পাদক শাহ মো. রাজুকে সহায়তা করবেন সহ-দপ্তর সম্পাদক হামিদ মিয়া। অর্থ বিষয়ক সম্পাদক পদে আছেন মো. জুয়েল খান; সহ-অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম ইব্রাহীম।
প্রবাসী কল্যাণ, ক্রীড়া, ধর্ম, আন্তর্জাতিক, শ্রম ও বন-পরিবেশসহ বিভিন্ন বিভাগের দায়িত্বেও একাধিক তরুণকে যুক্ত করা হয়েছে—যাদের মধ্যে রয়েছেন মো. বশির রাজ, মো. জুনায়েদ মিয়া, মো. ইদন মিয়া, মো. পলাশ, মো. সুজন, মো. আনিছ মিয়া, মো. আলম মিয়া, মো. দুলাল মিয়া ও মো. মোজাম্মেল হক। সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. রফিক মিয়া, মো. মান্নান মিয়া, মো. মোক্তার হোসেন, মো. আতিকুল ইসলাম, মো. নয়ন মিয়া, মো. শাহাদাত শাহ ও মো. হেলাল উদ্দিন।
জেলা জিসাসের আহ্বায়ক সফিকুল ইসলাম এক বিবৃতিতে জানান, “সংগঠনকে উপজেলা পর্যায়ে শক্তিশালী ও সক্রিয় করতে আমরা তৃণমূল-কেন্দ্রিক এই কমিটি গঠন করেছি। সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
কমিটি অনুমোদনের খবরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। শিগগিরই শপথ-গ্রহণ ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে সূত্রে জানা গেছে।