জামালপুরে ৫০ (পঞ্চাশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১।
১৮ মে (রবিবার) ২০.৩০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন পৌর শহরের ডাকপাড়া সাকিনস্থ নুরুল হক এর ফলের আড়ত সংলগ্ন চানু মিয়ার দোকানের সামনে শেরপুর টু জামালপুর গামী মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় হইতে ৫০(পঞ্চাশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হচ্ছেন মোঃ সবুজ আহম্মেদ(২৫), পিতা-মোঃ আব্দুর রশিদ ওরফে টেপুর বাপ সাং-লাঙ্গল জোড়া(পাওয়ার প্লান্টের পিছনে) জামালপুর পৌরসভা, থানা ও জেলা-জামালপুর।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১ এর অফিসার ইনচার্জ বলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হন এবং উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।