মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখালী পুলিশ লাইনে ” ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ নোয়াখালী কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহণকারী সকলেই পুরষ্কৃত হয়েছেন। উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, নোয়াখালী। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী, ও মিজানুর রহমান মুন্সি, পি বি আই, পুলিশ সুপার নোয়াখালী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।