ওয়াহিদুর রহমান : সুনামগঞ্জ থেকেঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
২২(এপ্রিল)মঙ্গলবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,২১(এপ্রিল)সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন,সাব-ইন্সপেক্টার লুৎফুর রহমান,এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার,এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই জাহাঙ্গীর আলম মজুমদারের নেতৃত্বে পুলিশদল উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার পাইলগাঁও ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়নের অলইতলী গ্রামের রশিদ মিয়ার পুত্র নারী ও শিশু নির্যাতন ৮৩২/২২ (জগঃ)এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃআল আমিন(২২) ও একই ইউনিয়নের আলাগদি গ্রামের আহমদ আলীর পুত্র পারিবারিক মোকদ্দমা নং-৩৪/২২ (জগঃ)এর পরোয়ানাভুক্ত আসামি শাহ মোঃ আল মিনারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।##