ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

Sokal Pratidin
মার্চ ২৭, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২০) নামের যুবক নিহত হয়েছে।

সোমবার (২৭ মার্চ উপজেলার নবীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার নবীপুর রেলক্রসিং থেকে প্রায় ৪০০ গজ সামনে রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে এ গান শুনছিল। নিহত রাশেদুল দিনাজপুর শিকদার এলাকায় অবস্থিত একটি বেকারিতে কর্মরত ছিল। সে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সিপাড়ার আবুল কালামের পুত্র।

পারিবারের লোকজন জানায়, রশিদুল ইসলাম (২০) গতকাল ছুটি নিয়ে বাড়ীতে আসে। সকালে বাসা থেকে বের হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে স্থানীয় বেলতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নবীপুর রেলক্রসিং এ পৌছোলে পার্বতীপুর হইতে পঞ্চগড় গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয় পরে দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ লাশ সুরাতাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।