ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরের কামার পাড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

Sokal Pratidin
মে ১৭, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

চিরিরবন্দরের কামার পাড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার (কামার পাড়া) সীমান্তে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার আমতলী (কামার পাড়া) সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের ব্রহ্মপুর শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, “গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে কামারপাড়া শাহাপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পরে ছিলো। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে”। তিনি আরও বলেন, নিহত মন্জুরুল ইসলাম (২২) পেশায় একজন কৃষক কিন্তু কি কারণে রাতে সীমান্তের তারকাঁটার কাছে গিয়েছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না”। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ। তিনি জানান, মনজুরুলসহ কয়েকজন ব্যক্তি গভীর রাতে আমতলী (কামার পাড়া) সীমান্তে যায়। এ সময় তারা সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নিহত হয় বলে ধারনা করা হচ্ছে। মনজুরুলের মরদেহ প্রাথমিক সুরতহালে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে”। বিজিবি-২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, “আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তিনি বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা সেটি জানার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ডাকা হয়েছে”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।