মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ৫ দফা দাবিতে মানব্বন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে জেলা যুব জোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ারদ্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হুসায়েন আহমেদ বাদশা, জেলা যুব জোট সভাপতি তরিকুল ইসলাম । মানব্বন্ধনে বক্তারা চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মেডিক্যাল কলেজ স্থাপন, করোনা কালে বন্ধ আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলো পুনরায় চালু, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, সোনামসজিদ স্থল বন্দরকে গতিশীল করা বন্ধ ইমিগ্রেশন চালু ও অর্থনৈতিক যোন গড়ে তোলার জোর দাবি জানান। মানব্বন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।