চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মুফতি মানসুর আহমদ সাকী। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল।
দলীয় আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ) ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর প্রতি আস্থা রেখে মনোনয়ন প্রদান করেন।
প্রার্থিতা ঘোষণার পর এক বিবৃতিতে মুফতি মানসুর আহমদ সাকী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রার্থিতা কোনো ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, বরং এটি মতলব উত্তর ও দক্ষিণের মানুষের স্বপ্ন, আশা ও অধিকার রক্ষার একটি মাধ্যম। আমি জনতার খাদেম হয়ে কাজ করতে চাই।”
তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও পীর সাহেব বাগিচাপুর হযরত মাওলানা মুহাম্মাদ ফজলুর রহমান (রহ.)-কে, যিনি মতলব অঞ্চলের মানুষের প্রতি ছিলেন দরদী অভিভাবক ও দ্বীনি পথপ্রদর্শক।
তিনি আরও বলেন, “আপনাদের ভোট ও দোয়ার মাধ্যমে যদি আল্লাহ আমাকে বিজয়ী করেন, তবে আমি ইনশাআল্লাহ সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নাগরিক অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। একসাথে আমরা গড়ে তুলবো একটি আদর্শ সমাজ — যেখানে থাকবে না দুর্নীতি, অন্যায় বা অবিচার; থাকবে ইনসাফ, শান্তি ও আল্লাহভীতি।”
তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন — “হাতপাখা প্রতীকে ভোট দিন, ইসলামী নেতৃত্বকে বিজয়ী করুন। আল্লাহ আমাদের সহায় হোন।”
—প্রার্থী পরিচিতি:
নাম: মুফতি মানসুর আহমদ সাকী
পদবি:
কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সেক্রেটারি জেনারেল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
দল: ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রতীক: হাতপাখা
নির্বাচনী এলাকা: চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ
ইসমাইল খান টিটু 









