নিজাম উদ্দিন আহমেদ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
বাংলাদেশসহ বিশ্বের বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন চলছে শারদীয় দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ। গত মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে শুরু হয়েছে এই মহান ধর্মীয় উৎসব।
নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ সারাদেশের বিভিন্ন মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। পূজা মণ্ডপগুলোতে শোভা পাচ্ছে নান্দনিক প্রতিমা ও জমকালো আলোকসজ্জা। উপস্থিত ভক্তের মহা আনন্দে ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল উত্তরপাড়া শ্রী শ্রী রাধা মাধব সার্বজনীন পূজা মন্ডপে গিয়ে দেখা যায় নান্দনিক প্রতিমা ও জমকালো আলোকসজ্জা। ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপ।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে, সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। এমনই মন্তব্য করেন প্রশাসনের পক্ষ থেকে।
ধর্মীয় সম্প্রীতি আর মিলনমেলার মধ্য দিয়ে দিন-রাত ভক্তরা উপভোগ করছেন বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
গোলাকান্দাইল উত্তরপাড়া শ্রী শ্রী রাধা মাধব সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি বাদল মহাত্তম বলেন এবার আমাদের রূপগঞ্জ উপজেলায় সর্বমোট ৪৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। এ বছর আমরা শারদীয় দুর্গা উৎসবে কোন আশংকা মনে করছিনা। ###
প্রতিবেদক এর নাম 









