ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় জেলেদের মাঝে মৎস্য অধিদপ্তরের গরু বিতরণ

Sokal Pratidin
মে ১৬, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মৎস্য অধিদপ্তর গরীব ৮ জন মৎস্য ছেলেদের মাঝে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে গরু বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) হাসান বশির, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার মো. মাইনুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসের ইন্জিনিয়ার মোঃআরিফ প্রমুখ। বকনা বাছুর বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব প্রান্তিক জেলেদের অর্থনৈতিক পুণর্বাসনসহ চাল,বকনা বাছুর বিতরণ করছে। সরকারের মৎস্যনিধন ঝাটকা ইলিশসহ সকল নিষেধাজ্ঞা গুলো পালনসহ, উপহারের এই বকনা বাছুর লালন পালন করে আর্থিকভাবে সাফল্য অর্জনের জন্য অনুরোধ রইলো। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য ২০২২- ২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ এই বকনা বাছুর বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।