ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

কাঠের সাইকেল তৈরি করলেন শিলিগুড়ির সতীশ সরকার

Sokal Pratidin
মে ১২, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কাঠের সাইকেল তৈরি করলেন শিলিগুড়ির সতীশ সরকার

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ সম্পূর্ণ কাঠ দিয়ে সাইকেল তৈরি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের অন্তর্গত ফুলবাড়ি একনম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকার কাঠমিস্ত্রী সতীশ সরকার। নিজের হাতে তিনি কাঠ দিয়েই বানিয়ে ফেলেছেন একটি সাইকেল। সাইকেলটির চাকা, সিট সবকিছুই তৈরি হয়েছে কাঠ দিয়ে। এই সাইকেলটি তৈরি করতে তার সময় লেগেছে তিনমাস। সাইকেল তৈরিতে ব্যবহার করা হয়েছে গামারী ও সেগুন কাঠ। একটা সময় মানুষের যাতায়াতের জন্য একমাত্র সাথী ছিলো এই সাইকেল। কিন্তু দিন দিন এর অস্তিত্ব কমে যাচ্ছে। সাইকেল ভুলে এখন সবাই মোটর বাইকেই সাথী করেছেন। দ্রুত কর্মক্ষেত্রে পৌঁছতে মোটর বাইক এখন সবার সঙ্গী। বতর্মানে আবার ব্যাটারিচালিত স্কুটি বা মোটর বাইক ও মিলেছে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে সেই পুরনো দিনের সাথী সাইকেল দেখানোর জন্যই স্মৃতি হিসেবে এই কাঠের সাইকেলটি তৈরি করেছেন ফুলবাড়ির এই হস্তশিল্পী। আর এই সাইকেলটি দেখলে বোঝাই খুব মুশকিল এটা আসল নাকি নকল। শুধু সাইকেলই নয় তিনি তৈরি করেছেন আরো নানান ধরণের দেবদেবীর মূর্তি ও। কাঠ দিয়ে খোদাই করা যেকোনো দেবদেবীর মূর্তি তৈরি করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন এই অভিজ্ঞ হস্তশিল্পীর সাথে। বাড়িকে মোটামুটি মিউজিয়াম বানিয়ে ফেলেছেন তিনি। সতীশ সরকার সংবাদ মাধ্যমকে জানান, তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। ফলে দিনরাত কাঠ হাতুরি বাটাল নিয়েই সময় কাটে। ওই কাজের মাঝেই এই সমস্ত মডেল তৈরি করেন তিনি। আর সাইকেলটি তিনি খুব শখ করে তৈরি করেছেন। যা দেখতে অনেকেই তার বাড়িতে আসেন এবং ছবি তুলে বেশ আনন্দ পান। সোশ্যাল মিডিয়াতে ওই সাইকেলের সাথে ছবি তুলতে অনেকেই ভিড় জমান সতীশ সরকারের বাড়িতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।