নিজস্ব সংবাদদাতা।সোনারগাঁও কাঁচপুর থেকে গণপরিবহনে চাঁদাবাজি কালে মোঃ আব্দুল্লাহ (১৮) নামে আরো এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ।এসময় তার কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ৫৩০ টাকা ও চাঁদা উত্তলনের রশীদ উদ্ধার করা হয়।গত ২৫ এপ্রিল একই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেফতার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, আব্দুল্লাহ(১৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা সাত গ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার মোহাম্মদ আমান মিয়ার ছেলে।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)টিআই মো. ইব্রাহিম জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে। হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে, মহাসড়কে কাউকে বিশৃঙ্খলা, চাঁদাবাজি করতে দেয়া হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।