ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

কবি ইয়াকুব কামালের উপর অতর্কিত হামলা

Sokal Pratidin
মার্চ ২৫, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা। 

বর্তমান বিদ্রোহী কবি নামে খ্যাত কবি ইয়াকুব কামাল অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছেন সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী নারায়ণগঞ্জ নদী ঘাতকদের হামলার শিকার মৃত প্রায় কংস নদীর তীরে বাতান পাড়া এলাকায়।কবি ইয়াকুব কামাল মূলত অকুতোভয় প্রতিবাদী কবি।তার লেখায় প্রাণ প্রকৃতি ও অসহায় গরীব-দুঃখী সহ সকল অন্যায়ের বিরুদ্ধে তীক্ষ্ণ ক্ষুরধার লেখা প্রকাশ পায়।তারই ধারা বাহিকতায় কবি জাতিসংঘকে উৎসর্গ করে “স্যালুট জাতিসংঘ স্যালুট”নামে একটি কবিতা লেখেন।সেই কবিতাটি ফেসবুকে প্রকাশ করেন এবং কবিতাটি লিফলেট করে এলাকাবাসীর কাছে পৌঁছে দেন।লেখাটি কংস নদী উদ্ধার করতে আসা সেনাবাহিনীদের কৃতজ্ঞতা জানিয়ে কবিতাটি লেখেন।“স্যালুট জাতিসংঘ স্যালুট” কবিতাটি নদ-নদী বন কৃষি জমি পাহাড় খাদক সহ অন্যায়ের মুখপাত্র হয়ে উঠে।তার প্রতিবাদী কবিতাগুলো অন্যায়ের ভীত নাড়িয়ে দেয়।তার পিছনে অনেক দিন ধরেই দুর্বৃত্তরা ওৎ পেতে থাকে তাকে জীবনে শেষ করে দেওয়ার জন্য।কবি বলেন প্রথম রোজায় যখন তারাবি নামাজে সবাই মসজিদে উপস্থিত ছিলেন তাই রাস্তাঘাট ফাঁকা থাকায় কবিকে নয়টার পরে মিজমিজি গ্রামের বাতান পাড়া পাগলা বাড়ির ভিতর আঁধারে কবিকে একা পেয়ে বলে রাখ তর কবিগিরি ছোডাইতাছি বলে কবি কিছু বুঝে উঠার আগেই কয়েকজনে মিলে কবির উপর অতর্কিত হামলা করে বসে।কবি ইয়াকুব কামাল মার খেতে খেতে লোকালয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে এলাকাবাসীর সহযোগিতায় কবিকে ডাক্তার দেখিয়ে এলাকাবাসী ও কয়েকজন সাংবাদিক মিলে বাড়িত পোঁছে দেন।কবি এখন বাড়িতে অসুস্থ অবস্থায় পগে আছেন।তার সাক্ষাৎকার নিতে গেলে কবিকে স্বাভাবিক অবস্থা দেখা যায় নি।এলাকা কবিকে রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।