ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় জামায়াত নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত- ৬

  • মো. রাসেল
  • প্রকাশের সময় : ০১:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

Oplus_131072

মোঃ রাছেল, কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুন্নী জামায়াতের লোকদের হামলায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় এই তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
স্থানীয়রা জানান, এই দিন সকাল ৮টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় নাউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
একই বিদ্যালয়ে বেলায় ১১টায় অন্য ঈদ পুনর্মিলনীর অনুমতি চায় ‘আলা হযরত’ নামে পাঠাগারের ব্যানারে সুন্নী জামায়াতের নেতাকর্মীরা। প্রধান শিক্ষক তাদেরকে অনুষ্ঠান করার অনুমতি দেননি। কিন্তু জামায়াতের অনুষ্ঠান শেষ হওয়ার আগে বেলা ১১টার দিকে তারা জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে জামায়াতের কর্মীদের ওপর হামলা করে। এতে জামায়াতের ৬ কর্মী আহত হয়।
আহতরা হলেন-জামায়াত কর্মী-মো. শাহপরান, স্বপন মিয়া, মো: আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন , ‘আলা হযরত’ নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদের এর নেতৃত্বে স্থানীয় সুন্নি জামায়াতের লোকের এই হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলা হবে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত’ নামক পাঠাগারের লোকেরা হামলা চালায়। তবে তাদের হামলা প্রতিরোধ করেনি জামায়াত কর্মীরা। জানতে পেরেছি তারা আওয়ামী লীগের দোসর। এই ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ

কচুয়ায় জামায়াত নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত- ৬

প্রকাশের সময় : ০১:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

মোঃ রাছেল, কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুন্নী জামায়াতের লোকদের হামলায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় এই তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
স্থানীয়রা জানান, এই দিন সকাল ৮টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় নাউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
একই বিদ্যালয়ে বেলায় ১১টায় অন্য ঈদ পুনর্মিলনীর অনুমতি চায় ‘আলা হযরত’ নামে পাঠাগারের ব্যানারে সুন্নী জামায়াতের নেতাকর্মীরা। প্রধান শিক্ষক তাদেরকে অনুষ্ঠান করার অনুমতি দেননি। কিন্তু জামায়াতের অনুষ্ঠান শেষ হওয়ার আগে বেলা ১১টার দিকে তারা জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে জামায়াতের কর্মীদের ওপর হামলা করে। এতে জামায়াতের ৬ কর্মী আহত হয়।
আহতরা হলেন-জামায়াত কর্মী-মো. শাহপরান, স্বপন মিয়া, মো: আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন , ‘আলা হযরত’ নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদের এর নেতৃত্বে স্থানীয় সুন্নি জামায়াতের লোকের এই হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলা হবে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত’ নামক পাঠাগারের লোকেরা হামলা চালায়। তবে তাদের হামলা প্রতিরোধ করেনি জামায়াত কর্মীরা। জানতে পেরেছি তারা আওয়ামী লীগের দোসর। এই ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হবে।