ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

এ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে মাদক পরিবহন, গ্রেফতার ২

Arif Hossain
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোগীবাহী এ্যাম্বুলেন্সে মাদক দ্রব্য পরিবহনকালে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি বিকালে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ হাতে-নাতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার হোমনা থানাধীন গানিয়ারচর গ্রামের শাহ আলমের ছেলে (এ্যাম্বুলেন্স চালক) মো. সাইদুল (৩২) এবং একই জেলার লাকসাম থানাধীন পশ্চিমগাও গ্রামের আলী হোসেনের ছেলে মুন্না হোসেন ওরফে সহিদ (২৫)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।