ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

ঈদে আসছে হাসান জাহাঙ্গীর ও চিত্রনায়িকা আঁচল জুটি

রিয়েল তন্ময় বিনোদন প্রতিবেদক।
মার্চ ২৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়েল তন্ময় বিনোদন প্রতিবেদক।

বরাবরের মতো এবার ঈদেও নির্মাতা,অভিনেতা হাসান জাহাঙ্গীরের থাকছে দারুন চমক।ঈদ আসলেই হাসান জাহাঙ্গীর এর সাথে চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকারা অভিনয়ের জুটি হয়ে থাকেন!এর আগে পপি,শিমলা,শাহানুর,মৌমিতা মৌ,রত্না,মুনমুনসহ অনেকেই জুটি হয়ে কাজ করেছেন।টিভি নাটকের বাঁধন,শখ,মেহজাবিন,ঈশানা,জ্যোতিকা জ্যোতি,ভাবনা,প্রসূন আজাদ,স্বাগতা,দীপা খন্দকার,হুমাইরা হিমু,হাশিন সহ অনেকে।এবার হাসান জাহাঙ্গীর এর সাথে জুটি হলেন চিত্রনায়িকা আঁচল।ঈদের সাত পর্বের নাটক- এন্ট্রি হিরো-তে দেখা যাবে এই জুটিকে ।নাটকটি ঈদ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর।গতবার ঈদে হাসান জাহাঙ্গীর-আঁচল জুটি দর্শক জনপ্রিতা পেয়েছিল বডিগার্ড নাটকে। সেই ধারাবাহিকতায় এবার দুজন আসছে এন্ট্রি হিরো-তে, সাথে আছে খল অভিনেতা ডন,সাব্বির আহমেদ,অনন্যা অনু,আইভি নুর,কামরুল বাহার,শরিফ সরকার,আশরাফ কবির,জাহিদ ইসলাম,চাঁদনী সহ অনেকে।এবারের ঈদে হাফ ডজন নাটক নির্মাণ করছেন হাসান জাহাঙ্গীর। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে- সিঁড়ি।সাত পর্বের ‘সিঁড়ি’ নাটকে এই প্রথম অভিনয় করলেন হালের ক্রেইজ খল অভিনেতা মিশার সওদাগর ও কাজী হায়াৎ।ঈদে আসছে হাসান জাহাঙ্গীর এর,কিলার,চৌধুরী সাহেব,মেন্টাল মারুফ’সহ হাফ ডজন নাটক।পাশাপাশি হাসান জাহাঙ্গীর অভিনয় করছেন বৈশাখী টেলিভিশনের’ফ্যামিলি ডিসটেন্স’এবং এন টিভির মারুফ রেহমান এর ‘প্রবাসী পরিবার’ধারাবাহিক নাটকে।বর্তমানে ঈদের নাটক গুলো নিয়েই ব্যস্ত রয়েছেন হাসান জাহাঙ্গীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।