ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিনে আত্মহনন, পারিবারিক সংকটে প্রাণ গেল ইমনের

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর পৌরসভার ডোনেরকান্দি গ্রামে ঈদের আনন্দের দিনে নেমে এলো শোকের ছায়া। পারিবারিক সংকটের জেরে মো. বাদলের ছেলে ইমন (২২) আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

জানা গেছে, প্রায় তিন মাস আগে ইমন নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু পারিবারিক কারণে তার শ্বশুর-শাশুড়ি কৌশলে মেয়েকে অন্যত্র নিয়ে গিয়ে পুনরায় বিয়ে দেন। এই ঘটনায় চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ইমন।
ঈদের দিন সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইমন খুবই ভদ্র ও মেধাবী ছেলে ছিল। পারিবারিক অশান্তি ও প্রেম-ভঙ্গের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পরিবারটির আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে। ঈদের আনন্দ ভুলে এখন ডোনেরকান্দি গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে দুর্বার পাঠশালার উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

ঈদের দিনে আত্মহনন, পারিবারিক সংকটে প্রাণ গেল ইমনের

প্রকাশের সময় : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর পৌরসভার ডোনেরকান্দি গ্রামে ঈদের আনন্দের দিনে নেমে এলো শোকের ছায়া। পারিবারিক সংকটের জেরে মো. বাদলের ছেলে ইমন (২২) আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

জানা গেছে, প্রায় তিন মাস আগে ইমন নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু পারিবারিক কারণে তার শ্বশুর-শাশুড়ি কৌশলে মেয়েকে অন্যত্র নিয়ে গিয়ে পুনরায় বিয়ে দেন। এই ঘটনায় চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ইমন।
ঈদের দিন সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইমন খুবই ভদ্র ও মেধাবী ছেলে ছিল। পারিবারিক অশান্তি ও প্রেম-ভঙ্গের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পরিবারটির আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে। ঈদের আনন্দ ভুলে এখন ডোনেরকান্দি গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।