ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে: সেলিম ভুঁইয়া

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মো. জিয়াউর রহমান:

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে থাকা আওয়ামী দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।

সমাবেশে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হয়েছেন। আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন। কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ্গুলোতে এখনও আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন। যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি-পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন।

তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আসন্ন ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে। মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের মত একই হারে চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া দিতে হবে। এক যোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ করেছি প্রায় ৯০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে। এই সরকারের সাত মাস পার হলেও এখনও অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি। অবিলম্বে এই কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের তাদের প্রাপ্য টাকা অবসরের দিনই তা পরিশোধ করতে হবে।

সমাবেশ উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষক-কর্মচারী।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে: সেলিম ভুঁইয়া

প্রকাশের সময় : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

মো. জিয়াউর রহমান:

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে থাকা আওয়ামী দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।

সমাবেশে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হয়েছেন। আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন। কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ্গুলোতে এখনও আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন। যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি-পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন।

তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আসন্ন ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে। মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের মত একই হারে চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া দিতে হবে। এক যোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ করেছি প্রায় ৯০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে। এই সরকারের সাত মাস পার হলেও এখনও অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি। অবিলম্বে এই কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের তাদের প্রাপ্য টাকা অবসরের দিনই তা পরিশোধ করতে হবে।

সমাবেশ উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষক-কর্মচারী।